ব্রাজিলের জয়, গ্যালারিতে উত্সব
নেইমারদের জন্য গলা ফাটাতে গ্যালারিতে ব্রাজিলের পতাকা নিয়ে হাজির সমর্থকরা ।
বিশ্বকাপের শেষ ষোলোয় নেইমার, ফিরমিনহোর গোলে মেক্সিকোকে হারায় তিতের ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে সেলেকাওরা।
এভাবেই গ্যালারিকে আরও রঙিন করে তোলেন ব্রাজিলিয় সমর্থকরা।
আহা কি আনন্দ ! জিতে খোস মেজাজে সুন্দরীরা ।
রাশিয়ায় ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে ব্রাজিল। মাথায় লেখা 'হেক্সা' সেই স্বপ্নকে উসকে দিচ্ছে।
বিশ্বকাপ ট্রফির রেপ্লিকায় চুম্বন ব্রাজিল সমর্থকদের। বিশ্বজয়ের স্বপ্ন দেখছেন সেলেকাওরা ।
ব্রাজিলের জয়ে স্বস্তিতে সেলেকাও সুন্দরীরা।
রঙিন সাজে সেজেছেন সেলেকাও সমর্থক। জয়ের পর তো আহ্লাদে আটখানা।
স্টেডিয়াম থেকে বেরিয়ে একটা খুশির সেলফি। বলা ভাল জয়ের সেলফি সামারায়।
ম্যাচ শেষে জয়ের হাসি। গুডবাই সামারা ।