৬০ তম জন্মবার্ষিকীতে মূর্তি উন্মোচন প্রিন্সেস ডায়নার, বিতর্ক ভুলে উপস্থিত দুই ছেলে

Fri, 02 Jul 2021-2:04 pm,

১৯৮১ সালের ২৯ জুলাই বিয়ের দিন বাকিংহাম প্যালেসের সামনে যুবরাজকে আলিঙ্গন এবং চুম্বনের সেই দৃশ্য।

কেমবার্লের এলমহার্স্ট ব্যালে স্কুল পরিদর্শনে প্রিন্সেস ডায়না। মুখে সেই পরিচিত হাসি।

অ্যাঙ্গোলাতে প্রতিবন্ধী শিশুদের সঙ্গে সময় কাটাচ্ছেন ডায়না।

ব্রিটেনের রানি এলিজাবেথ দ্বিতীয়র সঙ্গে এক ফ্রেমে ডায়না।

রাজপরিবার অর্থে প্রাচীর ঘেরা দুর্গে কিংবা প্রাচুর্য্যে থেকে নয়। ডায়নাই সেই প্রিন্সেস যিনি বাচ্চাদের সঙ্গে কথা বলতেন তাঁদের মতো করে, মাটিতে বসে। রোগীর হাসপাতালের বিছানায় বসে। অনুরাগীদের নিজের হাতে লিখে পাঠাতেন ব্যক্তিগত নোট। স্বাতন্ত্র্যতায় তিনি রাজতন্ত্রের 'বিরোধী সুর'ই ছিলেন।

১৯৯২ সালে ১১ ফেব্রুয়ারি ভারত ভ্রমণের সময় তাজমহলের সামনে প্রিন্সেস ডায়নার ছবি মমতাজ-শৌধের উজ্জ্বলতাকে বাড়িয়ে তুলেছিল বহুগুণে। 

কাজের ক্ষেত্রে তিনি কেবল ব্রিটেনেই সীমাবদ্ধ থাকেননি। আন্তর্জাতিক অঙ্গনেও তাঁর কাজে তিনি জনপ্রিয় ছিলেন। কাউন্টি হাসপাতালে রোগীর পাশে গিয়ে দাঁড়াতে দেখা গিয়েছে রানিকে।

রাজতন্ত্রের আরও আধুনিকীকরণ করেছিলেন প্রিন্সেস ডায়নাই। ব্রিটেন জনসাধারণের সঙ্গে যেভাবে ঘনিষ্টভাবে মিশে যেতেন তাঁদের প্রিয় 'রাণীমা', সেই অমোঘ ভালবাসা আজ ব্রিটেন ছাড়িয়ে বিশ্বে। 

মাদার টেরেসার সঙ্গে সাক্ষাতের সেই ছবি জনপ্রিয় আজও। ১৯৯৭ সালে নিউইয়র্কে মাদারের সঙ্গে দেখা করেছিলেন ডায়না। মানুষের জন্য মাদারের কাজ তাঁকে উৎসাহিত করত সবসময়।

হতে পারেন তিনি রানি কিন্তু ল্যান্ডমাইন এলাকায় গিয়ে যখন কাজ পরিদর্শন করছেন তখন যেন একেবারেই 'আমি তোমাদের লোক'। শ্রমিকদের পোশাক পরেই মাঠে নেমেছেন প্রিন্সেস। অনন্য কীর্তি তো বটেই।

 

প্রিন্স ডায়না বলতেই বিশ্বের কাছে ফুটে ওঠে সেই 'ডায়নামিক' এক মহিলা। একেবারে আর্য রূপ। টিকালো নাক, ছোট চুল, নীলপদ্মরূপ মণি। ভালবাসা, শক্তি এবং চরিত্রর দৃঢ়তা এখনও বিশ্বের কাছে সমাদৃত। 

রূপে অপরূপা, গুণেও স্বয়ংসম্পূর্ণা। ব্রিটেনের প্রিন্সেস অফ ওয়েলস ডায়নার ৬০ তম জন্মবার্ষিকীতে এখনও মজে বিশ্ব। স্মৃতির পাতায় তাঁর উপস্থিতি আজও উজ্জ্বল। জন্মদিন উপলক্ষে কেনসিংটন প্যালেসের সানকেন গার্ডেনে তাঁর একটি মূর্তি উন্মোচন করেন ডায়নার দুই পুত্র প্রিন্স উইলিয়াম এবং হ্যারি।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link