Pandemic: কেউ এড়াতে পারবে না! পরবর্তী অতিমারী `অবশ্যম্ভাবী`, ভয় ধরালেন ব্রিটিশ বিজ্ঞানী...

SUDESHNA PAUL Tue, 28 May 2024-2:56 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আবার অতিমারীর আতঙ্ক? আবার মৃত্যুমিছিল? আবার লকডাউন? ব্রিটিশ বিজ্ঞানীর কথায় অশনিসংকেত।

 

ব্রিটেনের প্রাক্তন বিজ্ঞান উপদেষ্টার কথায়, কেউ এড়াতে পারবে না! পরবর্তী অতিমারী 'অবশ্যম্ভাবী'।

 

তাই সেই অতিমারী মোকাবিলায় প্রস্ততি নেওয়ার জন্যও সরকারকে সতর্ক করেছেন তিনি। কোথা থেকে বিপদ আসতে পারে, সেই বিষয়ে নজরদারি আরও বাড়াতে বলেছেন তিনি। 

 

বিপদের সম্ভাবনা ঘুণাক্ষরে আঁচ করতে পারলেই তা নির্মূল করতে দ্রুততার সঙ্গে 'রেসপন্স' করারও পরামর্শ দিয়েছেন তিনি। 

 

তাঁর কথায় যদি আগাম সতর্ক হওয়া যেত, তাহলে বাজারে যে ওষুধ-ভ্যাকসিন ও চিকিৎসা মেলে, তা দিয়েই কোভিডের ভয়াবহতাকে রোখা যেত। 

 

একইসঙ্গে তিনি এও বলেছেন যে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার চাপে দেশগুলি 'অতিমারী চুক্তি' করতে সম্মত হয়েছে ঠিক-ই, তবে ফোকাসের অভাব রয়েছে। 

 

মহামারী মোকাবিলায় 'অতিমারী চুক্তি' একটি 'ইতিবাচক পদক্ষেপ' হতে পারে বলেও উল্লেখ করেছেন তিনি। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link