এসে গেল দেশের প্রথম BS6 ইঞ্জিনসহ মোটরসাইকেল, দামও সাধ্যের মধ্যে

Thu, 07 Nov 2019-5:23 pm,

২০২০ সালের পয়লা এপ্রিল থেকে ভারতে সব নতুন মোটরসাইকেলে BS6 ইঞ্জিন বাধ্যতামূলক। তার আগেই BS6 ইঞ্জিন সহ মোটরসাইকেল লঞ্চ করল Hero MotoCorp. ১১০ সিসির মোটরসাইকেলে তারা নিয়ে এল ফুটেল ইঞ্জেকটেড ইঞ্জিন। 

দিল্লিতে এদিন লঞ্চ করল  Hero Splendor iSmart. BS6 ইঞ্জিন সহ। দিল্লিতে দাম শুরু হচ্ছে ৬৪, ৯০০ টাকা থেকে। 

9 bhp শক্তি আর 9.89 Nm টর্ক থাকবে Hero Splendor iSmart মোটরসাইকেলে। স্পোর্টস রেড অ্যান্ড ব্ল্যাক, ফোর্স সিলভার অ্যান্ড গ্রে এবং টেকনো ব্লু অ্যান্ড ব্ল্যাক- আপাতত এই তিন রঙে পাওয়া যাবে।

ড্রাম ব্রেক ও ডিস্ক ব্রেক ভ্যারিয়েন্টে কয়েকদিনের মধ্যে দেশের বিভিন্ন রাজ্যে বিক্রি শুরু হবে BS6 ইঞ্জিন সহ এই মোটরসাইকেল।  

Splendor iSmart  মডেলে থাকছে ডায়মন্ড ফ্রেম। যা কিনা আগের মডেলের থেকে বেশি মজবুত। সেলফ স্টার্ট থাকবে এই মডেলে। আগের মডেলের থেকে এই মডেলের হুইলবেস 36 মিমি লম্বা করা হয়েছে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link