BSNL: জলের দরে ৬০ দিন রোজ ১ জিবি ডেটা-কলের সুবিধা, BSNL-এর এই প্ল্যানে ঘুম উড়বে অন্যদের
একেবারে নামমাত্র দামে নতুন একটি প্রিপেইড প্ল্য়ান আনল বিএসএনএল। চলবে টানা ৬০ দিন।
এই প্ল্যানের জন্য খরচ করতে হবে মাত্র ১০৮ টাকা। চলবে ২ মাস।
এই প্ল্যানে পাওয়া যাবে ৬০ দিন রোজ ১ জিবি ডেটা। রোজ ডেটার কোটা পূরণ হয়ে গেলে ইন্টারনেটের গতি হবে ৮০ কেবিপিএস।
১০৮ টাকার এই প্ল্যানে মিলবে যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কলের সুবিধে।
প্ল্যানটিতে পাওয়া যাবে টানা ২ মাস মেট ৫০০ এসএমএস করার সুবিধে।