Buddhadeb Bhattacharya Death: বুদ্ধহীন বাংলায় বিপন্ন বামেরা! এখন সত্যিই তাদের দুঃসময়...

Soumitra Sen Thu, 08 Aug 2024-4:24 pm,

বুদ্ধদেব ভট্টাচার্যকে প্রায় ত্রাতার মতো করে দেখছিল ইদানীংকার বাম।

বুদ্ধদেব অসুস্থ হওয়ার পরেও বামেরা তাঁকে ছাড়েননি। তিনিই ছিলেন শেষ সম্রাটের মতো। জনগণের কাছে, পার্টির উচ্চকোটির কাছে যাঁর গ্রহণযোগ্যতা ছিল অপরিসীম।

এই সব কারণেই ব্রিগেডে বামেদের সভায় তাঁকে উপস্থিত করানোর বহু চেষ্টা করেছিল আলিমুদ্দিন। শারীরিক কারণে তিনি পারেননি। 

কিন্তু তাঁর বক্তব্য রেকর্ড করে তা ব্রিগেডের জনসভায় সমবেতদের শোনানো হয়েছিল। 

আবার পরের বারে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বুদ্ধবাবুর এআই ইমেজ তৈরি করে তা প্রচার করা হল। বঙ্গ বাম একরকম আঁকড়ে ধরেছিল বুদ্ধদেবকে।  

বুদ্ধদেব তো শুধু রাজনীতিবিদ নন। সংস্কৃতিমনস্ক তিনি, কবি ও নাট্যকার। রাজনীতির পাশে বরাবর তাঁর অন্যরকম মনোভাবনা বয়ে চলত। রাজনীতিচর্চার পাশাপাশি সাহিত্য় ও মননের নিবিড় চর্চা করেও নিজের পার্টির কাছে তাঁর গ্রহণযোগ্যতা ছিল তুঙ্গেই। তাই তাঁর এই না-থাকার পর্বে সত্যিই বঙ্গজ সিপিএম বিপন্ন হবে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link