চাকরিজীবী মহিলাদের সুখবর দিল জেটলির বাজেট
বাজেটে মহিলাদের ক্ষমতায়নে জোর দিয়েছে মোদী সরকার।
৮ কোটি মহিলাকে বিনামূল্যে রান্নার গ্যাসের সংযোগ দেওয়ার ঘোষণা করেছেন অরুণ জেটলি।
আগে প্রভিডেন্ট ফান্ডে ১২ শতাংশ জমা করতে হত মহিলা চাকরিজীবীদের। তা কমিয়ে করা হল ৮ শতাংশ।
কোনও মহিলার মাইনে প্রতিমাসে ৫০,০০০ টাকা হলে বছরে আয় ৬ লক্ষ টাকা। আগে প্রভিডেন্ট ফান্ডে ৬০০০ টাকা জমা দিতে হত। এখন ৪০০০ টাকা জমা পড়বে।ফলে প্রতিমাসে ২০০০ টাকা বাঁচছে। বছরে বাঁচছে ২৪০০০ টাকা।
অরুণ জেটলি ঘোষণা করেছেন, ''মহিলাদের চাকরিতে উত্সাহ দিতে প্রথম ৩ বছরে ইপিএফে জমা কমানো হল। তবে চাকরিদাতার অংশ কমছে না।''
৩ বছর ধরে নতুন কর্মীদের ইপিএফে ৮.৩৩ শতাংশ জমা করবে সরকার। বিশাল সংখ্যক মানুষ কাজ করেন, এমন ক্ষেত্রে ১২ শতাংশ দেবে সরকার।
কর কাঠামোয় কোনও পরিবর্তন করা হয়নি। তবে পরিবহণ ও মেডিক্যাল খরচ বাবদ বেতন থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন কর্মীরা।