স্বাধীনতার পর বাজেট পেশ করেছিলেন ৩ প্রধানমন্ত্রী

Thu, 31 Jan 2019-6:00 pm,

অরুণ জেটলি অসুস্থ। তাঁর জায়গায় বাজেট পেশ করবেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। অর্থমন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। তবে এটাই প্রথম নয়, স্বাধীনতার পর এমন তিনবার হয়েছে, যখন বাজেট পেশ করেছেন খোদ প্রধানমন্ত্রী। 

১৯৫৮-৫৯ সালের বাজেট পেশ করেছিলেন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। অর্থমন্ত্রকের দায়িত্বও তাঁর কাছে ছিল। ওই বাজেটে 'উপহার করের' ঘোষণা করেছিলেন তত্কালীন প্রধানমন্ত্রী। ১০ হাজার টাকার বেশি সম্পত্তির হাতবদলে লাগত কর। তবে স্ত্রীকে ১ লক্ষ টাকা পর্যন্ত উপহার করমুক্ত।

 

১৯৭০-৭১ সালে মোরারজি দেশাইয়ের ইস্তফার পর তত্কালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী অর্থমন্ত্রকের দায়িত্ব সামলেছিলেন। অপ্রত্যক্ষ করে বড় ঘোষণা করেছিলেন তিনি। সিগারেটে উপরে কর ৩ শতাংশ থেকে বাড়িয়ে করা হয়েছিল ২২ শতাংশ। এতে সরকারের অতিরিক্ত ১৩.৫০ কোটি টাকা আয় হয়েছিল। প্রথম পরিকল্পিত খরচের খাতে ২,৬৩৭ কোটি টাকার প্রস্তাব দিয়েছিলেন ইন্দিরা গান্ধী।

তত্কালীন অর্থমন্ত্রী বিপি সিং সরকার ছাড়ার জেরে অর্থমন্ত্রকের দায়িত্ব সামলেছিলেন রাজীব গান্ধী। ১৯৮৭-৮৮ সালে বাজেট পেশ করেছিলেন প্রধানমন্ত্রী। ওই বাজেটে ন্যূনতম কর্পোরেট করের প্রস্তাব দিয়েছিলেন রাজীব গান্ধী। প্রতিরক্ষা খাতে ১২,৫১২ কোটি টাকা দিয়েছিলেন তিনি।      

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link