Budget 2020: কর ছাড়ে আপনার হাতে কত টাকা বাড়তি আসছে?
নিজস্ব প্রতিবেদন: ৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও কর দিতে হবে না। পরিবর্তন করা হল কর কাঠামোয়। সরকারের পরিবর্তনের ফলে বিভিন্ন ধরনের রিবেট ছাড়া কত টাকা সাশ্রয় হবে মধ্যবিত্তের?
৫ থেকে ৭.৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে আগে দিতে হতো ২০ শতাংশ। সেটাই কমে হল ১০ শতাংশ।
সাড়ে ৭ লক্ষ টাকা থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত আয়কর করা হল ১৫ শতাংশ। আগে তা ছিল ২০ শতাংশ।
১০ থেকে ১২.৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে আগে দিতে হত ৩০ শতাংশ। সেটাই কমে হল ২০ শতাংশ।
১২.৫ থেকে ১৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর ৩০ শতাংশ থেকে কমে হল ২৫ শতাংশ।
১৫ লক্ষ টাকার বেশি আয়ে কর থাকছে ৩০ শতাংশ।
কত টাকা সাশ্রয় হল আপনার? বিভিন্ন স্কিমে করছাড়ের সুবিধা বাদে ৭.৫ লক্ষ টাকা আয়ের ব্যক্তিদের বাঁচবে ২০,৮০০ টাকা। একইভাবে ৮ লক্ষ টাকা আয়ে ২৬,০০০ টাকা বাঁচবে। ৩৬,৪০০ টাকা সাশ্রয় হবে ১০ লক্ষ আয়ের ব্যক্তিদের। ১২ লক্ষের আয়ের ব্যক্তিদের সাশ্রয় হবে ৫৪,৬০০ টাকা।