বাজারের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থা LIC-কে, ঘোষণা নির্মলার

Sat, 01 Feb 2020-3:59 pm,

নিজস্ব প্রতিবেদন: এলআইসি-তে সরকারের অংশীদারিত্ব বাজারের হাতে ছাড়ার কথা ঘোষণা করলেন নির্মলা সীতারামন। অর্থমন্ত্রী বললেন,''সরকারি অংশ আইপিও (Initial Public Offering)-র মাধ্যমে লাইফ ইনসুরেন্স কর্পোরেশনের (LIC)-র শেয়ার বিক্রি করবে সরকার।''

তবে কীভাবে এলআইসি-র আইপিও ছাড়া হবে, তা খোলসা করতে চাননি নির্মলা সীতারামন। তবে এলআইসি-র মতো সংস্থা বাজারের হাতে ছেড়ে দেওয়া কতটা জনসাধারণের বিনিয়োগ সুরক্ষিত করবে, উঠছে প্রশ্ন।    

১৯৫৬ সালে গঠিত হয়েছিল Life Insurance Corporation of India। সংস্থার ১০০ শতাংশ মালিকানা কেন্দ্রীয় সরকারের হাতে। 

 

আগামী অর্থবর্ষে ২.১ লক্ষ কোটি টাকার বিলগ্নিকরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। চলতি অর্থবর্ষে সেই লক্ষ্য ১.০৫ লক্ষ কোটি। ১৮ হাজার কোটি টাকাই তুলতে সক্ষম হয়েছে সরকার। 

ইতিমধ্যেই বিপিসিএল, শিপিং কর্পোরেশন ও কন্টেনার কর্পোরেশনের বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। এয়ার ইন্ডিয়ার ১০০ শতাংশ অংশীদারিত্ব বিক্রি করতে চেয়ে চাওয়া হয়েছে দরপত্রও। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link