নির্মলার বাজেটে প্রধানমন্ত্রীর SPG নিরাপত্তার জন্য বরাদ্দ বেড়ে হল ৬০০ কোটি

Sat, 01 Feb 2020-10:42 pm,

নিজস্ব প্রতিবেদন: বাজেটে বরাদ্দ বাড়ল প্রধানমন্ত্রীর নিরাপত্তা খাতে। স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজি থাকে নরেন্দ্র মোদীর দায়িত্বে। তাঁর নিরাপত্তার খরচ ৫৪০ কোটি টাকা থেকে বেড়ে হল ৬০০ কোটি। 

গতবছর বাজেটে ৪২০ কোটি টাকা থেকে বাড়িয়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তার খরচ করা হয় ৫৪০ কোটি। সেটাই এবার বেড়ে হল ৬০০ কোটি টাকা।     

প্রধানমন্ত্রীকে এখন নিরাপত্তার দায়িত্ব মোতায়েন রয়েছেন এসপিজি-র ৩০০০ জওয়ান। 

গতবছর নভেম্বরে সনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর এসপিজি নিরাপত্তা প্রত্যাহার করা হয়। সরকারের একটি সূত্র জানায়, ধারাবাহিকভাবে নিরাপত্তার নিয়ম ভেঙেছেন তাঁরা। প্রতিদিনই নিরাপত্তার বিধিভঙ্গ করেছেন রাহুল গান্ধী। অগস্ট তুলে নেওয়া হয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের এসপিজি নিরাপত্তা। সেই তালিকায় রয়েছেন আরও দুই প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া ও ভিপি সিং। 

১৯৮৫ সালে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য তৈরি হয়েছিল এসপিজি। ১৯৯১ সালে আত্মঘাতী হামলায় রাজীব গান্ধী মারা যাওয়ার পর গোটা পরিবারকেই দেওয়া এসপিজি নিরাপত্তা। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link