Budget 2024: বাজেটে এবার ঘোর আধ্যাত্মিকতা! বিষ্ণুচরণচিহ্ন এবং বৌদ্ধগয়াকে কেন্দ্র করে যুগান্তর ভ্রমণশিল্পে...
মঙ্গলবার সংসদে পেশ করা কেন্দ্রীয় বাজেট (Budget 2024) সামগ্রিক ভাবেই দেশের ট্যুরিজমকে আরও উন্নত ও সংহত করার কথা বলেছেন নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)।
নির্মলা তাঁর এবারের প্রস্তাবিত বাজেটে (Budget 2024) ভ্রমণের ঐতিহাসিক ও সাংস্কৃতিক তাৎপর্যের উপর গুরুত্ব আরোপ করেছেন।
আর এই সূত্রেই অর্থমন্ত্রী ভারতকে বিশ্বের ভ্রমণ-মানচিত্রে এক 'প্রিমিয়ার গ্লোবাল ট্যুরিস্ট ডেস্টিনেশন' হিসেবে তুলে ধরার কথা বলেছেন।
এ বিষয়ে সব চেয়ে বেশি জোর নির্মলা দিয়েছেন বিহারে। সেখানে বিষ্ণুপদ টেম্পল করিডর এবং মহাবোধি টেম্পল করিডর তৈরির কথা বলেছেন তিনি। কাশী-বিশ্বনাথ করিডর প্রজেক্ট সফল হওয়ার ফলেই এই ভাবনা।
রাজগীর বিহারের অন্যতম এক ঐতিহাসিক জায়গা। এখানে অচিরেই উন্নয়নকাজ হবে।
এবং সব চেয়ে চিত্তাকর্ষক হল নালন্দা বিশ্ববিদ্যালয়ের 'রিভাইভ্যাল'। সম্পূর্ণ নতুন করে তৈরি করে তোলা হবে নালন্দা।