বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনা, আহত ৬০
নিজস্ব প্রতিবেদন: সাত সকালে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়তে বড়সড় দুর্ঘটনা। দীঘা থেকে মধ্যমগ্রামগামী বাসের সঙ্গে এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় আহত ৬০ জন যাত্রী।
আজ সকালে গতি হারিয়ে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে এয়ারপোর্টের দিকে ঢালাই কারখানা বাসস্ট্যান্ড ভেঙে ঢুকে পড়ে বাসটি। সজোড়ে ধাক্কা দেয় বাসস্ট্যান্ডে গিয়ে। হুমড়ি খেয়ে বাসের সামনের দিকে পড়ে যায় যাত্রীরা।
বেসামাল হয়ে বাসটি বাসস্ট্যান্ড ভেঙে এক্সপ্রেসওয়ে থেকে প্রায় কুড়ি ফুট নীচে গড়িয়ে পড়ে যাচ্ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
সে সময় রাস্তার ধারের একটি পিলারে ধাক্কা লেগে আটকে যায় বাস। কোনক্রমে যাত্রীরা বাসের বিপদকালীন দরজা খুলে বেরিয়ে আসে।
এই ঘটনায় দিনের ব্যস্ত সময়ে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের এয়ারপোর্টের দিকের রাস্তায় ব্যাপক যানজট সৃষ্টি হয়।
ঘটনাস্থলে স্থানীয় পুলিস পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।