মধ্যপ্রদেশ, গুজরাট, কর্ণাটক, উত্তরপ্রদেশ থেকে মণিপুর- উপভোটেও গেরুয়া ঝড়
নিজস্ব প্রতিবেদন: বিহারে বিধানসভার ভোটের ফলে এগিয়ে গিয়েছে এনডিএ। বৃহত্তম দল হওয়ার পথে বিজেপি। এর পাশাপাশি ১১টি রাজ্যে ৫৮টি কেন্দ্রে চলছে বিধানসভা উপনির্বাচনের ভোটগণনা। মধ্যপ্রদেশ, গুজরাট, উত্তরপ্রদেশ, কর্ণাটকে বিজেপিরই জয়জয়কার।
মধ্যপ্রদেশে উপনির্বাচন চ্যালেঞ্জ ছিল শিবরাজ সিং চৌহানের কাছে। সেই চ্যালেঞ্জে কংগ্রেসকে মাত দিতে সক্ষম হয়েছেন তিনি।২৮টি আসনের মধ্যে মোদী-শাহের দল এগিয়ে ১৯টি আসনে। ৮টি আসনে এগিয়ে কংগ্রেস। ১টিতে বহুজন সমাজ পার্টি।
গুজরাটে বিধানসভার উপনির্বাচনে ৮টি আসনের মধ্যে ৮টিতেই এগিয়ে বিজেপি।
গুজরাটের মতো কর্ণাটকেও একই হাল। ২টি আসনের মধ্যে ২টিতেই এগিয়ে বিজেপি।
তেলেঙ্গানায় ১টি আসনের মধ্যে ১টি এগিয়ে বিজেপি।
উত্তরপ্রদেশে ৭টি আসনের মধ্যে ৬টিতে এগিয়ে বিজেপি।
মণিপুরে উপনির্বাচনে ৫টি আসনের মধ্যে ২টি জিতে গিয়েছে বিজেপি। ২টি তারা এগিয়ে।
ঝাড়খণ্ডে একটি আসনে এগিয়ে বিজেপি। ১টি আসনে এগিয়ে কংগ্রেস।