CAA, NRC-র প্রতিবাদ মিছিল! শান্তির প্রার্থনায় পথে খ্রিস্টান সমাজ

Mon, 20 Jan 2020-5:18 pm,

CAA-NRC-র প্রতিবাদে পথে শহরের  খ্রিস্টান সমাজ। তবে বিক্ষোভ নয়।  শান্তি ফিরুক, বৈষম্য দুর হোক। সেন্ট পলস ক্যাথিড্রাল থেকে গান্ধিমুর্তি পর্যন্ত মিছিলে এই আওয়াজই উঠল।  ছবি: শ্রেয়সী গঙ্গেপাধ্যায়

CAA-NRC-র বিরুদ্ধে প্রতিবাদে কোথাও বিক্ষোভ- আন্দোলন। কোথাও শাহিনবাগ, পার্কসার্কাসের মত শান্তিপূর্ণ অবস্থান। প্রতিবাদের নানা খণ্ডচিত্র ধরা পড়েছে গত কয়েকমাস ধরে।  ছবি: শ্রেয়সী গঙ্গেপাধ্যায়

এবার CAA-NRC-র বিরুদ্ধে নতুন প্রতিবাদে শহরের খৃষ্টান সমাজ। সেন্ট পলস ক্যাথিড্রাল থেকে গান্ধীমূর্তির পাদদেশ পর্যন্ত মিছিল যায়। সামিল হন বিভিন্ন মিশনারি স্কুলে শিক্ষক-শিক্ষিকারাও। ছবি: শ্রেয়সী গঙ্গেপাধ্যায়

CAA-পরবর্তী অস্থিরতার অবসানের জন্য এই মিছিলই তাঁদের প্রার্থনা। সংশোধিত নাগরিকত্ব আইন থেকে খ্রিস্টান সমাজের কোনও বিপদের আশঙ্কা নেই। তবুও তাঁরা পথে। ছবি: শ্রেয়সী গঙ্গেপাধ্যায়

কারণ মিছিলে যোগদানকারীরা মনে করেন, এই আইন দেশের ধর্মনিরপেক্ষ কাঠামোর পরিপন্থী।  ছবি: শ্রেয়সী গঙ্গেপাধ্যায়

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link