Cab Driver: এবার ক্যাবেও `হোক কলরব`! `ভাইয়া বলে আমাকে ডাকবেন না`, ট্যাক্সিওলার ৬ দফা দাবিতে ঝড়...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্যাবের মধ্যে যাত্রীদের উদ্দেশ্যে বিভিন্ন নির্দেশনা দিয়ে রেখেছেন এক ক্যাব চালক। যা ইতিমধ্যে ঝড় তুলেছে নেটপাড়ায়।
একজন ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে লেখেন, 'আমি একটি ক্যাব বুক করেছি এবং ক্যাব চালক ক্যাবের কিছু নির্দেশিকা উল্লেখ করেছে!'
কী কী নির্দেশিকা রয়েছে সেখানে? লেখা রয়েছে, "আপনি ক্যাবের মালিক নন। যে ব্যক্তি ক্যাব চালাচ্ছেন তিনিই ক্যাবের মালিক। তাঁর সঙ্গে ভদ্রভাবে কথা বলুন এবং সম্মান করুন।"
আরও লেখা রয়েছে, "আস্তে আস্তে দরজা বন্ধ করুন। আপনার মনোভাব আপনার পকেটে রাখুন, দয়া করে আমাদের সেটা দেখাবেন না, কারণ আপনি আমাদের বেশি টাকা দিচ্ছেন না।"
শেষের দাবিটা সবথেকে বেশি ছড়িয়ে পড়েছে। শেষে তিনি লিখেছেন, "আমাদের ভাইয়া বলবেন না।"
নোট দিয়ে তাঁর আরও সংযোজন, "দ্রষ্টব্য: দ্রুত গাড়ি চালাতে বলবেন না, সময়মতো যান"
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর অধিকাংশ ব্যক্তি এই দাবি গুলিকে সমর্থন করেছেন।
একজন লিখেছেন, 'যতক্ষণ এটি পারস্পরিক শ্রদ্ধার জন্য উল্লেখ করা হয় ততক্ষণ এটি পুরোপুরি ঠিক আছে। এবং দরজাটি আস্তে বন্ধ করা এবং ড্রাইভারকে বিরক্ত না করার মতো জিনিসগুলি হল মৌলিক আচার।'
কিন্তু ভাইয়া কেন বলা যাবেনা? সেই বিষয়টা একজন স্পষ্টভাবে লিখেছেন যে, 'বিহার, উত্তরপ্রদেশ,পাঞ্জাবে অপরিষ্কার, অপরিচ্ছন্ন ব্যক্তিদের ভাইয়া বলে ডাকে।'