Christmas 2023: ৩০ বছর ধরে নিয়ম করে বাংলা লাইভ ক্যারোল, ক্রিসমাসের চেনা ছবি শহরে

Mon, 25 Dec 2023-9:43 am,

অয়ন ঘোষাল: বিগত ৩০ বছর ধরে নিয়ম করে বাংলা লাইভ ক্যারোল। সকাল সকাল সান্টা ক্লজের সঙ্গে কচি কাঁচাদের নাচ। হুল্লোর। ক্রিসমাসের সকালে চেনা ছবি চ্যাপ্টার ২-র গোল পার্কে। 

খুদে মাথায় লাল টুপি, হাতে বেলুন। সেই সঙ্গে ক্রিসমাসের সাজ এ যেন এক অন্য আমেজ। শহর কলকাতার বহু চেনা ছবির মধ্যে এটাও একটা। 

বড়দিন ও বছরের শেষ সপ্তাহের উৎসবে এ বার মেতে উঠল কলকাতা শহরও৷ ঝলমলে পার্ক স্ট্রিট, ইকো পার্ক-সহ শহরের নানা প্রান্ত৷ এমনকী জেলায় জেলায় বড়দিন পালনের ধুম।

অ্যালান পার্কে চলছে উৎসব৷ সেখানেও অনেকে যাচ্ছে৷ ভিড় চোখে পড়েছে সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চেও৷ কোথাও কোথাও বানানো হয়েছে ক্রিসমাস ক্রিব, চলতি পথে তা দেখতেও দাঁড়িয়ে পড়ছে কেউ কেউ৷

গমগম করছে পার্কস্ট্রিট থেকে বোব্যারাক। ক্যাথেড্রাল চার্চে বিশেষ প্রার্থনা। উপচে পড়া চিড়িয়াখানা থেকে ভিক্টোরিয়ায়। আলোর মালায় সেজে উঠেছে ক্রিশ্চিয়ান পাড়াগুলি। 

বড়দিনের সেলিব্রেশনের মেজাজে বাঙালিও। সেই আমেজেই মাতল চ্য়াপ্টার ২। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link