Calcutta London Bus Service: অবিশ্বাস্য! কলকাতা থেকে লন্ডন বাস! ৫০ দিনে রাজকীয় যাত্রা...

Soumitra Sen Sun, 23 Jun 2024-3:24 pm,

বাস সার্ভিসটি পরিচালনা করত আলবার্ট ট্রাভেল। প্রথম যাত্রা শুরু হয়েছিল ১৯৫৭ সালের ১৫ এপ্রিলে। লন্ডন থেকে। প্রথম পরিষেবাটি ৫০ দিন পরে ৫ জুন কলকাতায় পৌঁছয়। 

যাত্রাপথে বাসটি ইংল্যান্ড থেকে বেলজিয়াম এবং সেখান থেকে পশ্চিম জার্মানি, অস্ট্রিয়া, যুগোস্লাভিয়া, বুলগেরিয়া, তুরস্ক, ইরান, আফগানিস্তান, পাকিস্তান হয়ে ভারতে প্রবেশ করে। উত্তর-পশ্চিম ভারত হয়ে মানে, দিল্লি-আগ্রা-এলাহাবাদ-বেনারস হয়ে কলকাতায় পৌঁছয় বাসটি।

সেই সময়ের নিরিখে দারুণ আধুনিক ছিল বাসের পরিষেবা ব্যবস্থা। ছিল পড়ার সুবিধা, ঘুমনোর আলাদা বাঙ্ক, ফ্যান-চালিত হিটার, রান্নাঘর, এমনকি, বাসের উপরের ডেকে ছিল ফরোয়ার্ড অবজারভেশন লাউঞ্জ! ছিল রেডিও এবং মিউজিক সিস্টেম।

তেহরান, সালজবার্গ, কাবুল, ইস্তাম্বুল এবং ভিয়েনায় কেনাকাটার অনুমতি দেওয়া হত পর্যটকদের। উত্তর ভারত ঘুরে দেখার সময়ও দেওয়া হত তাঁদের। যমুনাতীর, তাজমহল, বেনারস-সহ ভারতের পর্যটন-গন্তব্যে সময় কাটানোর জন্য সময় দেওয়া হত। 

অ্যালবার্ট ট্রাভেল কোম্পানি কলকাতা থেকে লন্ডন এবং লন্ডন থেকে সিডনি পর্যন্ত এই বাসটির প্রায় ১৫টি ট্রিপ সম্পূর্ণ করেছিল!

ইরানের রাজনৈতিক পরিস্থিতি এবং পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা বৃদ্ধির কারণে ১৯৭৬ সালে বাস পরিষেবাটি বন্ধ করে দেওয়া হয়।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link