Neokov: নয়া করোনা ভাইরাসে সত্যি কি তিনজনের মধ্যে একজনের রোগীর মৃত্যু হতে পারে? জানুন আসল তথ্য
নিজস্ব প্রতিবেদন: আলফা, বিটা, গামা, ডেল্টা এবং ওমিক্রনের পর গোটা বিশ্বের রাতের ঘুম কেড়েছে নয়া করোনা ভাইরাস Neokov। চিনের ইউহান গবেষণাগারের বিজ্ঞানীরা এই নয়া করোনা ভাইরাস নিয়ে অনেক তথ্যই বিশ্বের সামনে এনেছেন। কিন্তু তাতেও জল্পনার শেষ নেই। Neokov-কে এখনও মানুষের মনে নানান প্রশ্ন রয়েছে।
বিজ্ঞানীরা জানিয়েছে, আলফা, বিটা, গামা, ডেল্টা এবং ওমিক্রনের মতো Neokov কোনও নয়া প্রজাতি নয়। এটিও এক ধরনের নয়া করোনা ভাইরাস।
Chinese Academy of Sciences and Wuhan University-র গবেষণা বলছে, Neokov-এর সঙ্গে মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোমের (MERS) যোগ রয়েছে। ২০১২-তে সৌদি আরবে প্রথম এটি ধরা পড়ে।
Neokov তুলনামূলক বেশি সংক্রামক এবং এর মারণ ক্ষমতাও বেশি। ইউহানের বিজ্ঞানীরা জানিয়েছেন, এর প্রভাবে তিনজন রোগীর মধ্যে একজনের মৃত্যু হতে পারে।
বিজ্ঞানীরা জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকায় বাঁদুরের শরীরে Neokov পাওয়া গিয়েছে। আর একবার মিউটেশন হলেই তা মানুষের জন্য ক্ষতিকর হয়ে উঠবে। SARS-CoV-2-এর মতোই Neokov-ও মানুষের কোষে প্রবেশ করবে।
যদিও Neokov নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে বলে দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু (WHO)।