আন্তর্জাতিক ফুটবলে ১৮৫ গোল! গোলের বিশ্বরেকর্ড গড়লেন সিনক্লেয়ার
আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এখন কানাডার অধিনায়ক ক্রিস্টিন সিনক্লেয়ারের। বর্তমানে তাঁর গোল সংখ্যা ১৮৫।
পুরুষ এবং মহিলাদের আন্তর্জাতিক ফুটবলে এটা বিশ্বরেকর্ড। পুরুষদের ক্ষেত্রে সর্বোচ্চ গোল ইরানের আলি দাইয়ের। তাঁর গোল সংখ্যা ১০৯।
আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ডটি এতদিন ছিল আমেরিকার অ্যাবি ওয়ামবাখের। ১৮৪ টি গোল ছিল তাঁর নামের পাশে।
কানকাকাফ অলিম্পিক কোয়ালিফায়ারে সেন্ট কিটস অ্যান্ড নেভিসের বিরুদ্ধে কেরিয়ারের ২৯০ তম আন্তর্জাতিক ম্যাচে জোড়া গোল করে এই রেকর্ড নিজের করে নেন কানাডার সিনক্লেয়ার।
২০০০ সালে ১৬ বছর বয়সে কানাডার হয়ে অভিষেক হয় সিনক্লেয়ারের।