Cancellation of Trains: লোকাল ও এক্সপ্রেস মিলিয়ে ২০০ ট্রেন বাতিল! টানা ক`দিন ভোগান্তি চলবে যাত্রীদের? হাওড়া, না, শিয়ালদা কোথায় এই দুর্বিপাক?
রেল সূত্রে জানানো হয়েছে, এতদিন বাঁকুড়া থেকে বর্ধমানের সঙ্গে সরাসরি কোনও ট্রেন চলত না। আসানসোল হয়ে অনেকখানি ঘুরপথে বাঁকুড়ায় পৌঁছতে হত।
এবার হাওড়া-বর্ধমান কর্ড শাখার মশাগ্রাম স্টেশন রেল পথে সরাসরি বাঁকুড়ার সঙ্গে সংযুক্ত করা হয়েছে। ইতিমধ্যে পরিকাঠামোর কাজ শেষ। এবার ইন্টারলকিংয়ের কাজ হবে।
সেকারণেই ১৪ থেকে ১৭ নভেম্বর একাধিক ট্রেন বাতিলের এই সিদ্ধান্ত।
রেলসূত্রে জানানো হয়েছে, যাত্রী সাধারণের সুবিধার্থে হাওড়া-বর্ধমান কর্ড শাখায় ইন্টারলকিংয়ের কাজ হবে।
সেই কারণেই সংশ্লিষ্ট রুটে ১৪ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিছু দূরপাল্লার ট্রেনের গতিপথও আংশিক বদল করা হয়েছে।
একাধিক লোকাল ট্রেনের পাশাপাশি বাতিলের তালিকায় রয়েছে শান্তিনিকেতন, কবিগুরু, শিয়ালদহ-রামপুরহাট মা তারা, শিয়ালদহ-আসানসোল ইন্টারসিটি, হুল, শিয়ালদহ-সিউড়ি ইন্টারসিটি মেমু এবং গণদেবতা এক্সপ্রেস। একইভাবে হাওড়া থেকে দূরপাল্লার বেশ কিছু ট্রেন মেন শাখা দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে ওই তিনদিন।