Cancellation of Trains: আরও ট্রেন বাতিল দক্ষিণ-পূর্ব রেলে! কীভাবে এ রুটে যাতায়াত করবেন নিত্যযাত্রীরা?

Soumitra Sen Sat, 15 Jun 2024-6:52 pm,

এই সবটাই হবে আগামীকাল থেকে। এজন্য যে অসুবিধা কয়েকদিন ধরে হবে, সেজন্য যাত্রীসাধারণের কাছে দুঃখ প্রকাশ করেছে রেল। তাহলে, দেখে নেওয়া যাক, কোন কোন ট্রেন বাতিল:

• ১৩৫১২/১৩৫১১ আসানসোল-টাটানগর-আসানসোল এক্সপ্রেস

• ১৮১৮৩ টাটা-বক্সার এক্সপ্রেস 

• ১৮১৮৪ বক্সার-টাটা এক্সপ্রেস

• ০৮৬৫৯/০৮৬৫৮ আদ্রা-আসানসোল-আদ্রা মেমু প্যাসেঞ্জার

• ০৮৬৪৪/০৮৬৪৩ আসানসোল-আদ্রা-আসানসোল 

• ০৩৫৯৪/০৩৫৯৩ আসানসোল-পুরুলিয়া-আসানসোল মেমু প্যাসেঞ্জার 

•০৮১৭৪/০৮১৭৩ টাটানগর-আসানসোল-টাটানগর মেমু প্যাসেঞ্জার 

• ০৮৬৫৭ আদ্রা-আসানসোল মেমু প্যাসেঞ্জার    •০৮৬৬১/০৮৬৬০ আদ্রা-আসানসোল-আদ্রা মেমু প্যাসেঞ্জার

কিছু ট্রেনের যাত্রাপথেও বদল হবে। দেখে নেওয়া যাক, কোন কোন ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হবে:

•০৮৬৫২ আসানসোল-বরাভূম মেমু প্যাসেঞ্জার এই ট্রেনটি আদ্রা থেকে যাত্রা শুরু করবে

•১৮০২৭/১৮০২৮ খড়্গপুর-আসানসোল-খড়্গপুর মেমু প্যাসেঞ্জার আদ্রা পর্যন্ত চলবে 

•১৮১৮৪ বক্সার-টাটানগর বার্ন পর্যন্ত চলবে 

কিছু ট্রেন চলবে অন্য সময়সূচিতে। দেখে নেওয়া যাক, কোন ট্রেন চলবে ভিন্ন সময়সূচি ধরে:

•০৩৪৬৬ দিঘা-মালদা টাউন সামার স্পেশাল (দিঘা থেকে ৬ ঘণ্টার রিশিডিউল) 

এবং সময়সূচিতে বদল হবে ১২৫৫১ এসএমভিবি বেঙ্গালুরু-কামাখ্যা এসি এক্সপ্রেসেরও। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link