কান চলচ্চিত্র উৎসব ২০১৯: শরীরি আবেদনে দীপিকা, প্রিয়াঙ্কাকেও পিছনে ফেললেন হিনা!
কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে দীপিকা, প্রিয়াঙ্কা, কঙ্গনার পাশাপাশি নজর কাড়লেন ছোট পর্দার অভিনেত্রী হিনা খান।
ডিজাইনার জাইদ নাকাদ এর ডিজাইন করা সিমারি স্টোন ওয়ার্ক গাউনে কান এর রেড কার্পেটে ডেবিউ করেন হিনা।
কান চলচ্চিত্র উৎসবে দেখানো হবে হিনা খান অভিনীত শর্ট ফিল্ম 'লাইনস'।
কার্গিল যুদ্ধের পটভূমিতে তৈরি এই শর্ট ফিল্মের স্ক্রিনিংয়ের জন্যই কান চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন হিনা।
বুধবার প্রদর্শিত হয় হিনা খান অভিনীত শর্ট ফিল্ম 'লাইনস'।
রিয়েলিটি শো বিগ-বস এর মাধ্যমেই প্রচারের আলোয় আসেন হিনা। এই মুহূর্তে তাঁকে একতা কাপুরের কসৌটি জিন্দেগি কী ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে দেখা যাচ্ছে।