উচ্চমাধ্যমিকের পর কী করবেন? রইল সংসদের প্রথম `কেরিয়ার ম্যাপ`
এই প্রথম উচ্চমাধ্যমিক উত্তীর্ণদের জন্য কেরিয়ার ম্যাপ প্রকাশ করল সংসদ।
বিভ্রান্তি সরিয়ে এখান থেকেই সমস্ত তথ্য পাবেন উচ্চমাধ্যমিক উত্তীর্ণরা।
পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদদের কেরিয়র রেভিনিউ সাইটে গিয়ে জানতে হবে সমস্ত তথ্য।
উচ্চশিক্ষা এবং প্রবেশিকা সম্পর্কিত সমস্ত তথ্য পাবে উচ্চমাধ্যমিক উত্তীর্ণরা।
মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং সহ সমস্ত প্রবেশিকার বিস্তারিত বিবরণ, অনলাইন সাইট রয়েছে সেখানে।
এছাড়াও রয়েছে বিশ্ববিদ্যালয় এবং কলেজের বিবরণ।
কাজেই আর দেরি কীসের শুরু হোক নতুন পথ চলা।