মানিকতলায় ব্যাটারি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা
নিজস্ব প্রতিবেদন: মধ্য কলকাতার এক গুদামে ভয়াবহ আগ্নিকাণ্ড। জানা গিয়েছে, সকাল ১১ টা নাগাদ আগুন লাগে ওই গুদামে। ঘটনাটি ঘটেছে মানিকতলা সাহিত্য পরিষদ রোডে। আগুন নেভাতে হিমশিম দমকল কর্মীরা।
জানা যাচ্ছে, ভোজ্য তেলের গুদামে আগুন লাগে। তবে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পাশেই রয়েছে ব্যাটারি তৈরির কারখানা। সেখান থেকেই আগুন ধরেছে। আগুন ছড়িয়ে আশঙ্কা রয়েছে।
ঘটনাস্থলে পৌঁছেছে প্রায় দমকলের ১১ টি ইঞ্জিন। ইঞ্জিন সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
আগুনের উৎসস্থলে পৌঁছনো এখনও সম্ভব হয়নি। এখনও পর্যন্ত পাওয়া খবরে নিয়ন্ত্রণের বাইরে। তবে হতাহতের কোনও খবর নেই।