নতুন তথ্য হাতে এসেছে, তখন কেন বদলি? চিঠি নারদার তদন্তকারী অফিসারের
নিজস্ব প্রতিবেদন: ২৪ ঘণ্টার মধ্যে বদলির সিদ্ধান্তকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়লেন নারদা কাণ্ডে দায়িত্বে থাকা সিবিআইয়ের ডিএসপি রঞ্জিত কুমার। এটা নেহাত রুটিন বদল বলে জানিয়েছে সিবিআই।
নারদা তদন্তের জাল প্রায় গুটিয়ে এনেছে সিবিআই। ঠিক সেসময়ই আচমকা বদলি তদন্তকারী অফিসার রঞ্জিতকুমার। তাঁকে দিল্লিতে বদলি করে দেওয়া হয়েছে। আর তারপরই সিবিআই হেড অফিসে চিঠি দেন রঞ্জিত কুমার। চিঠিতে তিনি জানতে চেয়েছেন কেন নারদা তদন্তের গুরুত্বপূর্ণ পর্যায়ে তাঁকে বদলি করা হল?
চিঠিতে তিনি লিখেছেন, নারদা তদন্ত থেকে সরানোর জন্য যে কারণ দেখানো হয়েছে তা ঠিক নয়। সম্প্রতি তদন্তে নতুন কিছু তথ্য হাতে এসেছে। যা নারদা তদন্তের মোড় বদলে দিতে পারে। এই পরিস্থিতিতে বদলির সিদ্ধান্ত তদন্তের পক্ষে ক্ষতিকর। তদন্তের স্বার্থে বদলির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হোক।
রঞ্জিত কুমারের বদলি ঘিরে সিবিআইয়ের অন্দরে আগেই প্রশ্ন উঠেছে। এই চিঠির পর তা রীতিমতো শোরগোলের পর্যায়ে। উচ্চ পদস্থ আধিকারিকের উর্ধ্বতন কর্তৃপক্ষকে চ্যালেঞ্জ করে লেখা চিঠি রীতিমতো অস্বস্তিতে ফেলেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার মতো শৃঙ্খলাবদ্ধ বাহিনীকে।
সিবিআইয়ের একটি সূত্র বলছে, নারদা তদন্তের গতিপ্রকৃতি নিয়ে খুব একটা খুশি নয় হেড কোর্য়ার্টার। বদলির পিছনে সেটাও কারণ হিসাবে কাজ করে থাকতে পারে। সম্প্রতি ,চিটফান্ড তদন্তের ইকনমিক অফেন্স উইং ফোরের দায়িত্বে থাকা পার্থ মুখোপাধ্যায় ও ডিআইজি সিবিআই অভয়কুমার সিংকেও বদলি করা হয়েছে। কিন্তু, তাতে বিতর্ক চাপা পড়ছে না। ডিএসপি-র লেখা চিঠির পর বদলির সিদ্ধান্ত ঘিরে নতুন করে তোলপাড় সিবিআইয়ের অন্দর।