Post-Poll Violence: ভোট পরবর্তী হিংসার তদন্তে এবার নন্দীগ্রামে CBI
নিজস্ব প্রতিবেদন: ভোট পরবর্তী হিংসার তদন্তে মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে পৌঁছল CBI-এর তদন্তকারী দল। হিংসার ঘটনায় মৃত বিজেপি কর্মী দেবব্রত মাইতির বাড়িতে যান তদন্তকারীরা। পরিবারের লোকদের সঙ্গে কথা বলেন। গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করেন।
২ মে বের হয় একুশের বিধানসভা ভোটের ফল। রাজ্যের বহু জায়গার মতো এরপরই উত্তপ্ত হয়ে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। জেলার একাধিক জায়গায় দুষ্কৃতী তাণ্ডব চলে বলে অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করে বিজেপি।
নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের চিল্লগ্রাম, মহম্মদপুর,গোকুলনগর-সহ একাধিক এলাকা শিরোনামে উঠে আসে। অভিযোগ, ৩ মে থেকে চিল্লাগ্রাম-সহ বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীদের বাড়িতে হামলা শুরু হয়। ঘরবাড়ি ভাঙা হয়। আগুন লাগিয়ে দেওয়া হয়। চলে মারধর।
হিংসার জেরে খুন হন চিল্লগ্রামের বাসিন্দা দেবব্রত মাইতি (৪৯) খুন হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে নন্দীগ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এরপর দেবব্রত মাইতিকে তমলুক জেলা হাসপাতাল এবং পরে কলকাতার SSKM হাসপাতালে নিয়ে আসা হয় । ১৩ মে তাঁর মৃত্যু হয়।
হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যে 'ভোট পরবর্তী হিংসা'র তদন্ত শুরু করেছে CBI। রাজ্যের বিভিন্ন জায়গা চষে বেরাচ্ছেন তদন্তকারীরা। মঙ্গলবার দেবব্রত মাইতির বাড়িতেও যান।