CBSE পরীক্ষার নিয়ম বদল, ১০ ও ১২ শ্রেণির পরীক্ষার্থীদের প্রস্তুতি নিতে হবে সেইভাবে

Thu, 01 Apr 2021-4:16 pm,

 নিজস্ব প্রতিবেদন: The Central Board of Secondary Education (CBSE)-র দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের সুবিধার্থে একাধিক পদক্ষেপ করা হয়েছে।

সামনেই  রয়েছে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছেন পরীক্ষার্থীরা। এমন সময় বোর্ডের এই নয়া সিদ্ধান্তে সুবিধা হবে পরীক্ষার্থীদের। 

একবার পরীক্ষা খারাপ হলে নতুন নিয়মে সেই পরীক্ষা আরও একবার দিতে পারবে পড়ুয়ারা। মে মাসে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা। সেই পরীক্ষা থেকে লাগু হবে নতুন নিয়ম।

এই নিয়মে পরীক্ষার ফলাফল আরও ভাল হবে বলে মনে করা হচ্ছে। ভালো করার আরেকটি সুবিধা পাচ্ছে পরীক্ষার্থীরা।

তবে শুধুমাত্র যে কোনও একটি বিষয়ে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। যদি কোনও একটি নির্দিষ্ট বিষয়ে পরীক্ষা খারাপ হয়েছে বলে মনে হয়, তাহলে সেই বিষয়ে আরও একবার পরীক্ষা দিতে পারবে। তবে এর মধ্যে যে পরীক্ষার নম্বর বেশি হবে, সেই নম্বর রেজাল্টে লেখা থাকবে।

পাশাপাশি কেউ যদি পরীক্ষার সময় করোনায় আক্রান্ত তাহলে প্র্যাকটিকাল পরীক্ষা দেওয়ার জন্য তাঁকে পরবর্তী তারিখ দেওয়া হবে। 

পাশাপাশি , e-pareeksha portal-য়ে প্র্যাকটিকাল পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য রয়েছে।  

মূলত এই নিয়ম নতুন জাতীয় শিক্ষানীতির আওতায় পড়ে। নতুন জাতীয় শিক্ষা নীতিতে পড়ুয়াদের কাছে শিক্ষাকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য পরিকাঠামোর বদল করা হয়েছে।   

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link