IAF Chopper Crash: ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে সস্ত্রীক CDS বিপিন রাওয়াত, দেখুন ঘটনাস্থলের ছবি

Wed, 08 Dec 2021-2:59 pm,

নিজস্ব প্রতিবেদন : ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে চিফ অফ ডিফেন্স স্টাফ সস্ত্রীক বিপিন রাওয়াত। বিপিন রাওয়াত ছাড়াও ওই কপ্টারে ছিলেন আরও কয়েকজন সেনা অধিকর্তা। 

মোট ১৪ জন ওই কপ্টারে ছিলেন বলে জানা গিয়েছে। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, প্রতিরক্ষা সহকারী, নিরাপত্তা কমান্ডো এবং একজন আইএএফ পাইলট এমআই-সিরিজের কপ্টারটিতে ছিলেন। 

এখনও পর্যন্ত পাওয়া খবরে, ঘটনায় মৃত ৫ জন। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ইতিমধ্যেই ঘটনার বিবরণ দিয়েছে রাজনাথ সিং। 

অন্যদিকে, এই ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে IAF।

 তামিলনাড়ুর কুন্নুরের জঙ্গলে ভেঙে পড়ে কপ্টারটি। ভেঙে পড়ার আগুন ধরে যায় কপ্টারটিতে। 

ভারতীয় বিমান বাহিনীর হেলিকপ্টার ভেঙে পড়ার স্থানের ছবিতে দেখা গেছে বিশাল অগ্নিশিখা। 

স্থানীয় মানুষ তৎক্ষণাৎ উদ্ধারকাজে হাত লাগায়। 

জখমদের উদ্ধারের পর নীলগিরির ওয়েলিংটন ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়েছে। সেনা সূত্রে খবর, সেখানেই চিকিত্সা চলছে বিপিন রাওয়াতের। 

সূত্রের খবর অনুযায়ী, CDS বিপিন রাওয়াত কোয়েম্বাটোরের কাছে সুলুরে ভারতীয় বিমান বাহিনীর ঘাঁটি থেকে কুন্নুরের ওয়েলিংটনে যাচ্ছিলেন।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link