সোশ্যাল নজরে `তারা`, রণবীর ও স্ট্যালোনের জন্মদিনে শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদন- রণবীর সিংয়ের পোস্টার টাঙিয়ে রেখেছেন কৃতি স্যানন। জন্মদিনে সেই পোস্টারের সামনে দাঁড়িয়ে তাঁকে বার্থ ডে উইশ করছেন নায়িকা। ছবিটা অবশ্য ওয়ার্ডরোবে টাঙিয়েছেন কৃতির বোন নূপুর। কিন্তু কৃতি প্রকাশ্যে বলেন, তাঁরা দুজনেই রণবীরের বিগেস্ট ফ্যান।
আজ স্ট্যালোনের জন্মদিন। বয়স হল ৭৫। সলমন খান তাঁর ইনস্টা পাতায় ছবি পোস্ট করে শুভেচ্ছা জানালেন মহাতারকাকে।
সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে সবথেকে আলোচিত তিনি। সাদা-কালো মনোক্রোমে তাঁর দিক থেকে চোখ ফেরানো দায়। তিনি হৃতিক রোশন।
কখনও তিনি মণীশ মালহোত্রার বাড়ির সামনে, লাঞ্চ ডেটে এসে ছবি তুলছেন, কখনও তিনি সোনম কাপুরের সঙ্গে সুইমিং পুলে। থ্রোব্যাক ছবি পোস্ট করিনা কাপুরের।
বলিউডের এই সময়ের 'হট' স্টার জাহ্ণবী কাপুর। বাড়িতেই করলেন ফটোশুট।
লন্ডনের াড়িতে পোষ্যদের নিয়ে ভালোই দিন কাটছে প্রিয়াঙ্কা চোপড়ার।
একটি বিশেষ ফটোশুটে প্রিয়াঙ্কা সরকার।
বিতর্কের কেন্দ্রবিন্দুতে যশ দাশগুপ্ত। তারই মাঝে জীবন থেকে খুঁজছেন ইতিবাচক শক্তি।
কঙ্গনা রানাওয়াতের পরের ছবিতে অভিনয় করছেন অর্জুন রামপালও। আমস্টারডম থেকে একটা সিল্যুট পোস্ট করেন অর্জুন।
'টাইটানিক' নায়ক লিওনার্দো ডি ক্যাপ্রিওর সঙ্গে একটা ছবি পোস্ট করেন অনুপম খের। অনুপম লিওকে জানান, তিনি নিজেও একজন অভিনেতা। লিও বলেন, 'জানি। অভিনেতার চোখেই তা লুকিয়ে থাকে'।
অধরা মাধুরী। আজকাল বেশিই অ্যাকটিভ সোশ্যাল মিডিয়ায়। সাদা পোশাকে যেন অপ্সরা।
তৃণমূলের কাজে মন দিয়েছেন। সদ্য বাঁকুড়ার হুল উৎসব থেকে ফিরেছেন সায়ন্তিকা। ফিরেই গ্ল্যামারাস অবতারে ছবি পোস্ট।
আয়নার সামনে দাঁড়িয়ে আছেন ঋতাভরী চক্রবর্তী। ছবির নাম 'প্রতিফলন'।
ভুয়ো-ভ্যাকসিন কাণ্ড, নিজের অসুস্থতা, পোষ্যের অসুস্থতা পেরিয়ে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা মিমি চক্রবর্তীর।
ট্রোলিংকে পাত্তাই দিচ্ছেন না। একের পর এক হট ছবি পোস্ট করে চলেছেন ইশা সাহা।
পৃথিবীর যেখানেই থাকুন না কেন লন্ডনই তাঁর ঘর। ঘরে ফিরে সোচ্চার ঘোষণা 'অক্টোবর' নায়িকা বনিতা সান্ধুর।
অভিনেতা অঙ্কিতা চক্রবর্তীর পোষ্য প্রেম এবং গাছের প্রতি প্রেমের কথা বন্ধু ও অনুরাগীমাত্রেই জানেন। কারণ, তাঁর মতে, এঁরাই সথেকে বেশি বিশ্বাসযোগ্য।
দেবলীনা কুমার। প্রাচ্য হোক বা পাশ্চাত্য, যে কোনও পোশাকেই সমান সাবলীল। 'ডান্স বাংলা ডান্স' শুটিংয়ের ফাঁকে ফটোশুটে রঙ্গবতী।
নিজের ঘরের কোণ গাছ দিয়ে সাজাতে ভালোবাসেন অক্ষয়-ঘরণী। টুইঙ্কল খান্নার সোশ্যাল পেজ নজর করলেই ধরা পড়ে সেই ছবি। নতুন গাছ এসেছে, সেই আনন্দেই ছবি তুলে পোস্ট করেছেন অধুনা কলামনিস্ট।