বাঁচাতে পারেননি নবজাতক সন্তানকে, World Prematurity Dayতে সে ঘটনার কথা জানালেন সেলিনা

Wed, 18 Nov 2020-10:09 pm,

মঙ্গলবার, ১৮ নভেম্বর ছিল 'ওয়ার্ল্ড প্রিম্যাচিউর ডে' (World Prematurity Day)। আর এই বিশেষদিনে ২০১৭য় নিজের নবজাতক সন্তানকে হারানোর মত দুঃখজনক ঘটনা শেয়ার করলেন অভিনেত্রী সেলিনা জেটলি।

২০১৭-র ১০ সেপ্টেম্বর দুবাইয়ের এক হাসপাতালে দ্বিতীয়বারের জন্য জমজ সন্তানের মা হন অভিনেত্রী সেলিনা জেটলি। তবে সেসময় দুই সন্তানের মধ্যে এক সন্তান (নাম শামসের জেটলি হাগ) কে বাঁচানো যায়নি। 

 

 

সেই ঘটনা শেয়ার করে নিজের ইনস্টাগ্রামে মৃত সন্তান শামসেরের কয়েকটি ছবি শেয়ার করেছেন সেলিনা। 

সেলিনা লেখেন, ''১৭ নভেম্বর  'ওয়ার্ল্ড প্রিম্যাচিউর ডে' (World Prematurity Day) পালিত হয় সচেতনতা বৃদ্ধি করতে। কারণ, প্রতিবছরই কয়েক মিলিয়ন শিশু প্রিম্যাচিউর জন্ম নেয়। আর এভাবে জন্ম নিলে বহু শিশুর স্বাস্থ্যের বিভিন্ন সমস্য়া দেখা দেয়।''

সেলিনা আরও লেখেন, নিওনেটাল কেয়ারে নিজের সন্তানকে দেখার জন্য বাবা-মায়ের কেউই প্রস্তুত থাকেন না। তবে যে সমস্ত দম্পতির সন্তান এই মুহূর্তে নিওনেটাল কেয়ারে রয়েছে, তাঁদের জন্য বেশকিছু পরামর্শও দেন অভিনেত্রী।

সেলিনার পরামর্শ, চিকিৎসকদের উপর বিশ্বাস রাখুন, ভালোবাসা আর বিশ্বাসই মিরাকেল ঘটাতে পারে।

প্রসঙ্গত, পিটার হাগকে বিয়ে করার পর সুখে দাম্পত্য জীবন কাটাচ্ছেন সেলিনা। তাঁদের তিন সন্তান রয়েছে, যাদের নাম উইনস্টন, ভিরাজ ও আর্থার।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link