Jagaddhatri Puja 2024: আপনার হাতে স্মার্টফোন থাকলেই হবে, চন্দননগরে যেতে হবে না জগদ্ধাত্রী দর্শনে!

Mon, 04 Nov 2024-8:57 pm,

বিধান সরকার:  এবারই প্রথম। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা সরাসরি সম্প্রচার বা লাইভ স্ট্রিমিংয়ের উদ্যোগ নিল কেন্দ্রীয় কমিটি। এবছর ১১ নভেম্বর সন্ধে থেকে পরের দিন অর্থাত্‍ ১২ নভেম্বর ভোর পর্যন্ত চলবে এই শোভাযাত্রা।

আর বেশি দেরি নেই। আগামী শুক্রবার জগদ্ধাত্রী পুজো। এই পুজোকে ঘিরে এখন সাজো সাজো বর চন্দননগরে।

একদিন নয়. চন্দননগরে চারদিন ধরে হয় জগদ্ধাত্রী পুজো। যে পুজোর খ্যাতি জগত্‍জোড়া।

জগদ্ধাত্রী পুজো দেখতে চন্দননগরে ভিড় জমান বহু মানুষ। চারদিনের এই পুজোর প্রধান আকর্ষণ হল শোভাযাত্রা।

অনেকটা পুজো কার্নিভালের মতোই। আলোর সাজানো লরিতে সুসজ্জিত প্রতিমা। সঙ্গে নানা ধরনের বাজনা।

শোভাযাত্রা করে একে পর এক প্রতিমা নিয়ে যাওয়া হয় গঙ্গার ঘাটে। সেই শোভাযাত্রা দেখতে রাস্তার দু'ধারে ঢল নামে লাখো মানুষের।

 যাঁরা চন্দননগরের কিংবা বিদেশে থাকেন, তারাই যাতে শোভাযাত্রা দেখতে পান, তারই উদ্যোগ নিল চন্দননগর জগদ্ধাত্রী পুজো কেন্দ্রীয় কমিটি

কমিটির সহ-সম্পাদক শুভজিৎ সাউ জানিয়েছেন, 'চন্দননগর স্ট্যান্ড ও তালডাঙায় দুটি মঞ্চ বানানো হবে। সেই মঞ্চ থেকে কেন্দ্রীয় কমিটি ফেসবুকে পেজে সরাসরি সম্প্রচার বা লাইভ স্ট্রিমিং করা হবে জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা। অনেক মানুষ আছেন যারা হয়তো শোভাযাত্রা দিন আসতে পারেন না অথবা যারা বিদেশে থাকেন তাদের জন্যই এই ব্যবস্থা চালু হচ্ছে'।

 চন্দননগর জগদ্ধাত্রী পুজোর কেন্দ্রীয় কমিটির কমিটি নিয়ন্ত্রণে রয়েছে  ১৭৭ টি পূজো। চন্দননগরের ১৩৩ টি, আর ভদ্রেশ্বরের ৪৪টি।  শোভাযাত্রায় অবশ্য অংশ নেবে ৬৯ টি পুজো।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link