Lok Sabha Election 2024: `বাবা-মায়ের মতো হাত ধরে বুথে পৌঁছে দিল, প্রথম এই অভিজ্ঞতা!`
প্রদ্যুৎ দাস: জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। মাটিগাড়া নকশালবাড়ির উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভোটগ্রহণ কেন্দ্রে চাক্ষুষ করা গেল এমনই মানবিক দৃশ্য।
প্রবল গরমে ভোট। আর সেখানে রাজ্য পুলিস এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মানব সেবার দৃশ্য দেখে প্রশংসায় পঞ্চমুখ সকলেই।
প্রচন্ড অসুস্থ ভোটার মোটরবাইকে করে নামতেই সঙ্গে সঙ্গে দৌড়ে এলেন রাজ্য পুলিসের দুই কনস্টেবল। ধরে ধরে এগিয়ে নিয়ে গেলেন তাঁকে।
পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা শুধু অসুস্থ মানুষজনকেই নয়, বয়স্ক একাধিক মানুষজনকে নিজের বাবা-মায়ের মতো পরম মমতায় হাত ধরে ভোটগ্রহণ কেন্দ্রে পৌঁছে দিচ্ছেন।
কেন্দ্রীয় বাহিনী ও পুলিসের এই ভূমিকায় সাধুবাদ জানিয়েছেন সকলেই। জীবনে প্রথম এই ধরনের অভিজ্ঞতা হল বলে জানান বয়স্ক ভোটাররা।
মাটিগাড়া নকশালবাড়ির উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দুটি বুথ ২৫/২৫৫, ২৫৬-তে ভোট চলছে শান্তিপূর্ণ ভাবেই।