PUBG Mobile কি দেশে Relaunch হবে? বড় সিদ্ধান্ত জানিয়ে দিল সরকার
গেমারদের জন্য খারাপ খবর বটে! ভারতে পাবজি মোবাইল প্রেমীদের সংখ্যাটা নেহাত কম নয়। আর সেই সব গেমাররা ভারতে পাবজি মোবাইল গেম রিলঞ্চ-এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
কিছুদিন আগে KRAFTON জানিয়েছিল, ভারতে পাবজি মোবাইল ফেরত আসার সম্ভাবনা প্রবল। কিন্তু এখন জানা যাচ্ছে, PUBG Mobile India Relaunch-এর সম্ভাবনা নেই বললেই চলে।
Right to Information-এর তরফে সরকারের কাছে এই নিয়ে তথ্য চাওয়া হয়েছিল। কেন্দ্রীয় সরকার এই ব্যাপারে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। RTI-কে সরকার জানিয়েছে, পাবজি মোবাইল রিলঞ্চ-এর অনুমতি দেওয়া হয়নি।
১১৮টি চাইনিজ অ্যাপ ব্যান হয়েছিল ভারতে। আর তাই আলাদা একটি অ্যাপ রিলঞ্চ-এর অনুমতি দেওয়া হবে না। কোনওভাবেই নতুন নিয়ম চালু করা হবে না।
দিওয়ালির কিছুদিন আগে অবশ্য Official PUBG Facebook Page-এ জানানো হয়েছিল, শুধুমাত্র ভারতের জন্য PUBG Mobile India আলাদা ওয়েবসাইট লঞ্চ করবে। এমনকী ভারতের বাজারে প্রচুর টাকা বিনিয়োগের খবরও পাওয়া গিয়েছিল।