DA Hike: পুজোর আগেই সুখবর! ৪ শতাংশ বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ

Fri, 22 Sep 2023-5:47 pm,

পুজোর আজই সম্ভবত বড় খবর পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারের কর্মচারী ও পেনশনভোগীরা। সবকিছু ঠিকঠাক থাকলে এমাসের শেষদিকে বা অক্টোবরের প্রথমে কর্মচারীদের ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করতে চলেছে কেন্দ্রীয় সরকার। দ্রব্যমূল্য বৃদ্ধির কথা মাথা রেখেই ডিএ বাড়াতে চলেছে কেন্দ্র।

 

সাধারণভাবে প্রতিবছর জানুয়ারি ও জুলাই মাসে ডিএ পর্যালোচনা করে থাকে কেন্দ্র। ঘোষণা হয় পরে। ইতিমধ্যেই সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ পেরিয়ে গিয়েছে। ফলে এনিয়ে খুব শীঘ্রই ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে।

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ হিসেব করা হয় কনজিউমার প্রাইস ইনডেক্স ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কাস(CPI-IW) অনুয়ায়ী।

গত ১২ মাসে গড় CPI-IW ছিল ৩৮২.৩২। এই ইনডেক্স অনুযায়ী কোনও কর্মীর ডিএ হবে ৪৬.২৪ শতাংশ। জানুয়ারি মাসে ডিএ বেড়ে ছিল ৪২ শতাংশ। ফলে এবার ডিএ বাড়লে তা হবে ৪.২৪ শতাংশ। ওই ডিএ কার্যকর হবে এবছর ১ জুলাই থেকে।

এখন ডিএ বাড়লে কোনও কেন্দ্রীয় সরকারি কর্মচারির বেতন কত বাড়বে? কোনও কর্মচারী বেসিক বেতন যদি মাসে ৩৬,৫০০ টাকা হয় তাহলে ৪২ শতাংশ ডিএ বাড়লে তা হয়ে ১৫,৩৩০ টাকা।  এবার ডিএ ৪ শতাংশ বাড়লে তা হবে ১৬,৭৯০ টাকা। ফলে কোনও কর্মচারীর হাতে আসবে মাসে অতিরিক্ত ১৪৬০ টাকা।   

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link