Medicine Price: দাম বেঁধে দিল কেন্দ্র, এবার বহু ওষুধ মিলবে অনেক কম দামে
এক ধাক্কায় বেশকিছু অ্য়ান্টিবায়োটিক, অ্যান্টি ভাইরাল-সহ ১২৮টি ওষুধের দাম বেঁধে দিল ন্য়াশনাল ফার্মাসাউটিক্য়াল প্রাইসিং অথরিটি(NPPA)। এর ফলে ক্যান্সার, সুগার, অ্যাজমা রোগীরা ওষুধ পাবেন অনেক কম দামে।
যেসব ওষুধের দাম বেঁধে দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে অ্যামক্সিসিলিন ইনজেকশন, ক্লভিউনিক অ্যাসিড, ভ্যাঙ্কোমাইসিন, অ্যাজমার ওষুধ স্যালবুটামল।
তালিকায় রয়েছে ক্য়ান্সারের ওষুধ ট্রাসটুজুম্যাব, ব্রেন টিউমারের চিকিত্সার ওষুধ টেমোজোলোমাইড, যন্ত্রণা নাশক আইব্রুফেন ও প্যারাসিটামল।
কেন্দ্রের নির্দেশিকা অনুয়ায়ী অ্যামক্সিসিলিনের একটি ক্যাপসুলের দাম ধার্য করা হয়েছে ২ টাকা ১৮ পয়সা, সেট্রিজিনের একটি ট্যাবলেটের দাম ধার্য হয়েছে ১ টাকা ৬৮ পয়সা, ক্লাভিউনিক অ্যাসিড ইনজেকশেনের দাম ৯০ টাকা ৩৮ পয়সা।
অন্যদিকে, আইব্রুফেন ৪০০ এমজি ট্যাবলেটের দাম ধার্য হয়েছে সর্বোচ্চ ১ টাকা ৭ পয়সা। কেন্দ্রের ওই নোটিফিকেশনে বলা হয়েছে, সিলিং বেঁধে দেওয়া দামের বাইরে বেশি দাম নেওয়া যাবে না।