জগদ্ধাত্রীর বিসর্জনে আলোকসজ্জার শোভাযাত্রার রোশনাইয়ে ভাসছে চন্দননগর
জগদ্ধাত্রী প্রতিমা বিসর্জন উপলক্ষে চন্দননগরের এই কার্নিভ্যাল সুবিখ্যাত। তবে স্থানীয় বাসিন্দারা একে কার্নিভ্যাল নয়, শোভাযাত্রা বলতেই বেশি পছন্দ করেন। (ছবি -মৌমিতা চক্রবর্তী)
শোভাযাত্রায় অংশ নিয়েছে ১৭১টি প্রতিমা। শুধু প্রতিমা নয়, শোভাযাত্রায় রয়েছে হরেক রকমের আলোকসজ্জাও। (ছবি -মৌমিতা চক্রবর্তী)
জগদ্ধাত্রী প্রতিমার বিসর্জন উপলক্ষে চন্দননগরে আলোকসজ্জার এই ঐতিহ্যবাহী শোভাযাত্রা দেখতে সারা শহর কেন ভিড় জমান দূর দূরান্ত থেকে মানুষ। (ছবি -মৌমিতা চক্রবর্তী)
সবচেয়ে মজার বিষয় হল, শোভাযাত্রা উপলক্ষে এদিন সারা চন্দননগর শহরের বিদ্যুৎ পরিষেবা বন্ধ রাখা হয়। সারা শহরে এদিন আর কোনও আলো জ্বলে না। (ছবি -মৌমিতা চক্রবর্তী)
জগদ্ধাত্রী বিসর্জনের শোভাযাত্রার আলোর রোশনাইয়ে আঁধার ঘুচিয়ে আলোকিত হয় এককালের এই ফরাসি উপনিবেশ। (ছবি -মৌমিতা চক্রবর্তী)
সারা শহর ঘোরে এই শোভাযাত্রা। শহরের প্রতিটি বাড়ির সামনে মানুষ অধীর আগ্রহে বসে থাকে, রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে এই শোভাযাত্রা দেখার জন্য। (ছবি -মৌমিতা চক্রবর্তী)
খাবারদাবার, চাদর নিয়ে কেউ রাস্তাতেই কাগজ পেতে বসে রয়েছেন। কেউ আবার বাড়ির সামনে চেয়ার পেতে। বাইরে থেকে আসা দর্শনার্থীদের জন্য ৫০ টাকায় জায়গা বিক্রির ব্যবস্থাও রয়েছে। (ছবি- দেবারতি ঘোষ)
আলোকসজ্জা নিয়ে এরকম শোভাযাত্রা রাজ্যের আর কোথাও দেখা যায় না। চন্দননগরের আলোকশিল্পীদের খ্যাতি জগৎবিখ্যাত। আর সেই আলোকনগরীতে আজ আলোর শোভাযাত্রা। ছবি- দেবারতি ঘোষ