খুচরোয় খোরপোষ, গুনতে বসে কালঘাম ছুটল আইনজীবীর!
দেশে প্রতি মাসে প্রায় শ’ খানেক বিবাহবিচ্ছেদের মামলা হয়। কিন্তু চন্ডিগড়ের এই ঘটনাটি এতটাই অদ্ভুত যে তা বেশ কয়েকটি জাতীয় সংবাদমাধ্যমের নজর কেড়েছে। খবরের সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
তিন বছর আগে ২০১৫-এ বিবাহবিচ্ছেদ হয়ে যায় দু’জনের। স্বামীকে স্ত্রীর হাতে মাসে মাসে ২৫ হাজার টাকা করে খোরপোষ দেওয়ার নির্দেশ দেয় আদালত।
এ যাবৎ সব ঠিকঠাকই চলছিল। কিন্তু শেষ দু’মাসে স্বামীর থেকে খোরপোষের টাকা না পেয়ে আদালতের দ্বারস্থ হন স্ত্রী।
স্ত্রীর আবেদনে সাড়া দিয়ে তাঁর স্বামীকে খোরপোষের টাকা নিয়ে আদালতে হাজিরার নির্দেশ দেয় পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট।
পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের নির্দেশ মেনে ২৭ জুলাই, মঙ্গলবার ব্যাগভর্তি টাকা নিয়ে হাজির হন মহিলার স্বামী।
আদালত কক্ষে সেই টাকা ভরা ব্যাগ খুলতেই চোখ কপালে ওঠে স্ত্রী’র পক্ষের আইনজীবীর। ব্যাগে ঠাসা ১ টাকা-২ টাকার কয়েন! গুনে দেখা যায় ওই ব্যাগে ১ টাকা-২ টাকার কয়েনে রয়েছে ২৪,৬০০ টাকা সঙ্গে ৪টি ১০০ টাকার নোট। সব মিলিয়ে মোট ২৫ হাজার টাকা।
স্ত্রীকে খোরপোষ দেওয়ার নামে পেশায় আইনজীবী স্বামীর এ হেন কান্ডকারখানা দেখে হতভম্ব হয়ে যান আদালত কক্ষে উপস্থিত প্রায় সকলেই। অভিযোগকারী মহিলাও এই খুচরো পয়সায় তাঁর খোরপোষের টাকা নিতে অস্বীকার করেন।
এর পরই ঘটনায় ক্ষুব্ধ বিচারপতি রাজনীশ শর্মা মহিলার আইনজীবী স্বামীকে ২৭ জুলাইয়ের মধ্যে তাঁর স্ত্রীকে ১০০, ৫০০ এবং ২০০০ টাকার নোটে খোরপোষ বাবদ ২৫ হাজার টাকা দিতে নির্দেশ দিয়েছেন।