আজ চন্দ্রগ্রহণ, প্রভাব ফেলবে পাঁচ রাশির উপর
নিজস্ব প্রতিবেদন: সোমবার বছরের চতুর্থ চন্দ্রগহণ। তবে এটি আংশিক চন্দ্রগ্রহণ। একে উপচ্ছায়া চন্দ্রগ্রণও বলে। গ্রহণ শুরু হবে দুপুর ১.০৪এ, গ্রহণের পুরো মূহূর্ত দুপুর ৩ টে বেজে ১৩ মিনিটে, শেষ বিকেল ৫টা ২২-এ।
চন্দ্রগ্রহণ দেখা যাবে ইউরোপ, অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে।
ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না। কিন্তু টেলিস্কোপের মাধ্যমে কলকাতা, লখনউ, বারাণসী, ভুবনেশ্বর থেকেও দেখা যেতে পারে চন্দ্র গ্রহণ।
তবে জ্যোতিরবিজ্ঞানীদের মতে এই চন্দ্রগ্রহণ অনেক রাশির উপর প্রভাব ফেলবে।
মূলত, মেষ, মীন, কন্যা, বৃষ এবং কুম্ভ রাশির উপর প্রভাব ফেলবে এই গ্রহণ।