এক বছর ধরে চাঁদের পাশে ঘুরছে চন্দ্রযান-২, ঘুরতে পারবে আরও সাত বছর

Fri, 21 Aug 2020-1:57 pm,

ভারতের দ্বিতীয় লুনার মিশন চন্দ্রযান-২ চাঁদের চারপাশে ঘোরার এক বছর পূর্ণ করল। যা জ্বালানি আছে তাতে আরো সাত বছর চাঁদের চারপাশে ঘুরতে পারবে চন্দ্রযান-২। 

এক বছর ধরে যান্ত্রিক কোনও গোলযোগ দেখা দেয়নি চ্দ্রযান-২-তে। ২০১৯ সালের ২২ জুলাই লঞ্চ করেছিল চন্দ্রযান-২। চাঁদের কক্ষপথে পৌঁঁছেছিল ২০ অগাস্ট।  

চন্দ্রযান-২ এর ল্যান্ডার বিক্রম অবশ্য চাঁদের মাটিতে সফট্ ল্যান্ডিং করতে পারেনি। তবে অরবিটর সফলভাবে চাঁদের কক্ষপথে প্রতিস্থাপিত হয়েছিল। গত এক বছরে সেটি ৪৪০ বার চাঁদের চারপাশে প্রদক্ষিণ করেছে।

অরবিটর-এর কোনও যান্ত্রিক গোলযোগ গত এক বছরে লক্ষ্য করেনি ইসরো। বিজ্ঞানীরা জানিয়েছেন, অরবিটর-েরর প্রতিটি যন্ত্রাংশ ঠিকঠাক কাজ করছে। 

অরবিটর-এর সায়েন্টিফিক পেলোডস, হাই রেজোলিউশন ক্যামেরা ঠিকঠাক কাজ করছে। চন্দ্রতল এবং চাঁদের বাইরের আবহাওয়া যা exosphere নামে পরিচিত, তার ছবি পাঠাচ্ছে অরবিটার। সেটির পাঠানো সমস্ত তথ্য এই বছরের শেষের দিকে প্রকাশ করতে পারে ইসরো।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link