Govt Rule Changed: মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ থেকে এলপিজির দাম, আজ থেকে লাগু হল এইসব নতুন নিয়ম

Mon, 01 May 2023-3:01 pm,

আজ মে দিবস থেকেই বদল হচ্ছে বেশকিছু নিয়ম। জিএসটির হার থেকে এটিএম-এ টাকা তোলা, একাধিক বিষয় রয়েছে এক্ষেত্রে। এর সরাসরি প্রভাব রয়েছে  আম জনতার জীবনে।

ব্যবসায়  একশো কোটি বা তার উপরে লেনদেন হলে তা আপলোড করতে হবে ইনভয়েস রেজিস্ট্রেশন পোর্টালে। ইনভয়েস ইস্যু হওয়ার ৭ দিনের মধ্যে তা পোর্টালে আপলোড করতে হবে। আগে আপলোড করার কোনও সময়সীমা ছিল না।

মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলিকে সেবি জানিয়ে দিয়েছে, গ্রাহকরা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে তা ই-ওয়ালেট থেকে করতে হবে। এই নিয়ম চালু হচ্ছে আজ থেকেই। 

দাম কম বাণিজ্যিক এলপিজির। এই সিলিন্ডারের দাম কমছে ১৭১.৫০ টাকা। গত মাসে ১৯ কোটি সিলিন্ডারের দাম কমেছিল ৯১ টাকা। 

অ্যাকাউন্টে টাকা নেই অথচ লেনেদের চেষ্টা করছেন। এটিএম-এ এরকম করলে পিএনপি ব্যাঙ্কের গ্রাহকদের প্রতি লেনদেন জিএসটি-সহ ১০ টাকা জরিমানা হবে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link