স্বামী রাজীব সেন দুবাইতে! মুম্বইতে করওয়া চৌথের ব্রত পালন সুস্মিতা সেনের ভাতৃবধুর
স্বামী রাজীব সেনের জন্য করওয়া চৌথের ব্রত রাখলেন তাঁর অভিনেত্রী স্ত্রী তথা সুস্মিতা সেনের ভাতৃবধু স্ত্রী চারু আসোপা।
এটা চারু-রাজীবের বিয়ের পর তাঁদের দ্বিতীয় করওয়া চৌথ। গতবছর জুন মাসে সাতপাকে বাঁধা পড়েছিলেন তাঁরা।
করওয়া চৌথে লাল ঘাঘরা চোলিতে সেজে উঠেছিলেন টেলি অভিনেত্রী চারু আসোপা। রাজস্থানি বধূর বেশে দেখা গেল তাঁকে।
চারু আসোপা তাঁর করওয়া চৌথের সাজের বেশকিছু ছবি ও ভিডিয়ো ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।
এদিকে সুস্মিতা সেনের ভাই অর্থাৎ চারু আসোপার স্বামী রাজীব সেনের ইনস্টাগ্রাম পোস্ট থেকে মনে হচ্ছে তিনি এই মুহূর্তে দুবাইতে তাঁর মায়ের সঙ্গে রয়েছেন।
প্রসঙ্গত, বিয়ের একবছর পর রাজীব সেন ও চারু আসোপার মধ্যে অশান্তি এতটাই চরমে পৌঁছেছিল, যে তাঁদের বিবাহবিচ্ছেদ হতে পারে বলেও শোনা যাচ্ছিল। যদিও পরে তাঁরা নিজেদের মধ্যে সমস্যা মিটিয়ে নেন।