যখন আইপিএল চলবে তখন কী করবেন পূজারা? জানেন
আইপিএলে নিলামে দল পাননি টিম ইন্ডিয়ার টেস্ট দলের নম্বর থ্রি চেতেশ্বর পূজারা।
তাই ভারতে যখন আইপিএল চলবে তখন আবার কাউন্টি খেলবেন পূজারা। ১২ এপ্রিল থেকে ২২ মে পর্যন্ত ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে ব্যস্ত থাকবেন তিনি।
এবার পূজারা খেলবেন গ্লস্টারশায়ারের হয়ে। ইয়ার্কশায়ারের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের কাউন্টি অভিযান শুরু করবেন পূজারা।
ইয়র্কশায়ার, ডার্বিশায়ার ও নটিংহ্যামশায়ারের হয়ে এর আগে কাউন্টিতে খেলেছেন পূজারা।
নতুন দলের ব্যাপারে বেশ উত্তেজিত পূজারা। নিউ জিল্যান্ড থেকেই সেই বার্তা দিলেন তিনি।