ছত্তিসগড়ে মুখ্যমন্ত্রীর চেয়ারে এবার কুর্মি নেতা, জানুন ভূপেশ বাঘেল সম্পর্কে ৫ তথ্য
বহু জলঘোলার পর ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী হিসেবে ভূপেশ বাঘেলকে বেছে নিল কংগ্রসে। শেষপর্যন্ত তিনি পেছনে ফেলে দিলেন দলের তিন নেতা টি এস সিংদেও, তাম্রধ্বজ সাহু ও চরণ দাস মহন্তকে। কিন্তু কে এই ভূপেশ বাঘেল!
দলের রাজ্য সভাপতি। রাজ্যে বিজেপিকে উত্খাত করতে বড় ভূমিকা ছিল বাঘেলের।
কুর্মি সম্প্রদায়ের এই নেতা রাজ্যে ওবিসি ভোটব্যাঙ্কের একজন পরিচিত মুখ। প্রসঙ্গত ছত্তিসগড়ের ২.৫৫ কোটি জনসংখ্যার ৫২ শতাংশই ওবিসি।
পাঁচবারের বিধায়ক বাঘেল এবার নির্বাচিত হয়েছে ডাং জেলার পাটান কেন্দ্র থেকে। অজিত যোগী সরকারে তিনি ছিলেন শুল্ক দফতরের মন্ত্রী।
মধ্যপ্রদেশে বিধানসভায় তিনি প্রথম নির্বাচিত হন ১৯৯৩ সালে। রাজ্যে কম খরচে বিয়েতে উত্সাহ দিতে তাঁর যথেষ্ট অবদান রয়েছে।
বিজেপির এক মন্ত্রীর বিরুদ্ধে একটি আপত্তিকর সিডি ছড়িয়ে দেওয়ার অভিযোগ কিছুদিন জেলেও খেটেছেন বাঘেল।