আর গাফিলতি বরদাস্ত নয়, লাল ফিতের ফাঁস আলগা করতে মুখ্যমন্ত্রীর ১০ দাওয়াই
গড়িমসি নয়। কাজ সারুন সময়ে। নবান্নের পর্যালোচনা বৈঠকে আমলা-অফিসারদের কড়া নির্দেশ মুখ্যসচিবের। উন্নয়নের কাজে কোনওরকম গাফিলতি যে আর বরদাস্ত করা হবে না, এদিন সেটাও স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন রাজীব সিনহা। কাজ ফেলে রাখা যাবে না। বরাবরই এই মন্ত্রে বিশ্বাসী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লাল ফিতের ফাঁস আলগা করে দ্রুত কাজ করার লক্ষ্যে একাধিক পদক্ষেপও করেছেন। তারপরও কোনও কোনও দফতরের দীর্ঘসূত্রিতার অসুখ পুরোপুরি সারেনি। আর তাতেই বিরক্ত মুখ্যমন্ত্রী।
প্রশাসনের কাজে গতি আনতে বৃহস্পতিবার মন্ত্রী-সচিবদের পাঠ নিলেন মুখ্যসচিব। নবান্নে বিভিন্ন দফতরের কাজকর্মের পর্যালোচনায় বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রীও। ছিলেন মুখ্যসচিব সহ অন্যান্য আমলারা। সেখানেই দীর্ঘসূত্রিতা এড়িয়ে কাজে গতি আনতে আমলা-অফিসারদের দশ দফায় দাওয়াই দেন মুখ্যসচিব।
দাওয়াই ১: দীর্ঘদিন ফাইল আটকে রাখা যাবে না
দাওয়াই ২: একই দফতরের একাধিক অফিসারের কাছে ফাইল ঘুরতে থাকার অভ্যাস বন্ধ করতে হবে।
দাওয়াই ৩: দুই দফতরের মধ্যে ফাইল চালাচালি করে সময় নষ্ট করা যাবে না। সামনাসামনি কথা বলে ফাইল ক্লিয়ার করতে হবে
দাওয়াই ৪: দুই দফতর আলাদা জায়গায় হলে ফাইল নিয়ে টেলিফোনে কথা বলে সমস্যা মেটাতে হবে।
দাওয়াই ৫: কেন্দ্রীয় সরকারের কোনও দফতরের সঙ্গে কথা বলার প্রয়োজন থাকলে সময় নষ্ট না করে ফোনে তা সেরে নিতে হবে।
দাওয়াই ৬: জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ বা সমস্যা হলে প্রয়োজনে মুখ্যমন্ত্রী বা মুখ্যসচিবের সঙ্গে কথা বলতে হবে।
দাওয়াই ৭: যত বেশি সম্ভব ই- ফাইলের মাধ্যমে কাজ করতে হবে। এতে ফাইল খুঁজে পেতে সুবিধা হবে। সব দফতর প্রয়োজনে সবার ফাইল দেখে নিতে পারবে।
দাওয়াই ৮: সিদ্ধান্ত নিতে না পারা অথবা সিদ্ধান্ত নিতে না চাওয়ার জন্য ফাইল ফেলে রাখা আর বরদাস্ত করবে না নবান্ন।
দাওয়াই ৯: কাজে গতি আনতে হবে। আমলা-অফিসারদের গড়িমসি,দায়সারা মনোভাবের দায় কোনওভাবেই নেবে না নবান্ন।
দাওয়াই ১০: জেলাস্তরে যে ভাবে প্রশাসনিক বৈঠক হয়, মুখ্যমন্ত্রীর স্টাইলে ব্লক এবং পঞ্চায়েত স্তরে বৈঠক করতে হবে। প্রশাসনিক ক্ষেত্রে একেবারে তৃণমূল স্তরে সমস্যা থাকলে দ্রুত মিটিয়ে নিতে হবে।