Rain: ৭ জেলায় বন্যা পরিস্থিতি, আগামিকাল প্রবল দুর্যোগের আশঙ্কা!
সুতপা সেন: আগামিকাল প্রবল দুর্যোগের পূর্বাভাস। তীব্র বৃষ্টি হওয়ার কথা আগামিকাল।
এই পরিস্থিতিতে নিচু ও বন্যা প্রবণ এলাকা চিহ্নিত করে সেখানে মাইকিং করতে নির্দেশ মুখ্যসচিবের।
একইসঙ্গে প্রয়োজনে মানুষজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যেতে নির্দেশ।
মুখ্যসচিব জানিয়েছেন, ইতিমধ্যেই বৃষ্টিতে পুজোর মুখে ৭ জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।
পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, হুগলি ও হাওড়ায় নাগাড়ে প্রবল বর্ষণের ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।
আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে ৫ অক্টোবর পর্যন্ত প্রবল বৃষ্টি হবে।