চিনের নতুন ফন্দি! এবার 5G নেটওয়ার্ক-এর জন্য সীমান্তে খোঁড়াখুড়ি শুরু করল লাল ফৌজ
সীমান্তে উত্তেজনার মধ্যেই লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল-এর কাছে খোঁড়াখুড়ি শুরু করেছে লাল ফৌজ। জানা গিয়েছে সীমান্ত লাগোয়া এলাকায় ফাইভ-জি নেটওয়ার্কের জন্য কাজ শুরু করেছে তারা।
ভারতর গোয়েন্দা সংস্থা জানিয়েছে, প্যাঙ্গন লেকের কাছাকাছি অঞ্চলে একাধিক বারাক বানিয়ে ফেলেছে চিন। ফাইভ-জি নেটওয়ার্কের জন্যই পরিকাঠামো গড়া শুরু করেছে চিন।
গোয়েন্দা সংস্থা জানিয়েছে, অগাস্টের শুরু থেকেউই বিতর্কিত ডোমচেক এলাকায় খোঁড়াখুড়ি শুরু করেছিল চিন সেনা। ওই এলাকায় চিন ফাইবার অপটিক্স কেবল ফেলতে শুরু করেছে বলে জানা যাচ্ছে।
চিনের প্রশাসন জানিয়েছিল, তারা প্যাঙ্গন লেক এলাকা থেকে সেনাদের পিছিয়ে যেতে নির্দেশ দিয়েছে। তবে এরই মাঝে লাল ফৌজের সীমান্তবর্তী এলাকায় খোঁড়াখুড়ি ও নির্মাণের কাজ হচ্ছে বলে জানা যাচ্ছে।
প্যাঙ্গন এলাকায় চিন একাধিক ছাউনি বানিয়েছে বলে জানাচ্ছে গোয়েন্দা সংস্থা। এমনকী ওই এলাকায় বাঙ্কার বানিয়ে দিনের আলোয় চলছে ফাইভ-জি পরিকাঠামো তৈরির কাজ।