রাস্তার উপর-ই ফাঁসি চিনা প্রেসিডেন্টকে! প্রতীকী প্রতিবাদ কলকাতায়
প্রীতম দে : লাদাখের গালওয়ান উপত্যকায় রক্তক্ষয়ী সংঘর্ষে শহিদ হয়েছেন ২০ জন ভারতীয় জওয়ান।
তারপর থেকেই দেশজুড়ে চিনা সামগ্রী বয়কটের ডাক উঠেছে। তার ব্যতিক্রম নয় কলকাতাও।
চিনের আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এদিন কলকাতায় প্রতিবাদ কর্মসূচি পালন করে INTTUC সেবা দল।
কুশপুতুল নয়। জীবন্ত চায়না প্রেসিডেন্টের ফাঁসি দিলেন! অবাক লাগলেও ঠিক এভাবেই চিনের বিরুদ্ধে ধিক্কার জানান তাঁরা।
একজনকে চিনের প্রেসিডেন্ট শি চিনপিং সাজিয়ে তারপর তাঁকে প্রতীকী ফাঁসিমঞ্চে ফাঁসি দেওয়া হয়।