`ইউনিভার্স বস`-ই এখন আন্তর্জাতিক ক্রিকেটে ছক্কার `বস`
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচেই শাহিদ আফ্রিদিকে টপকে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছয় মারার বিশ্বরেকর্ড গড়েন ক্রিস গেইল।
বুধবার ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ একদিনের ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০তম ছক্কা মেরে একদিনের ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করলেন 'ইউনিভার্স বস'।
বুধবার ১১টি চার ও ১৪টি ছক্কার সাহায্যে ৯৭ বলে ১৬২ রান করে আউট হন গেইল।
আন্তর্জাতিক ক্রিকেটে এখন গেইলের ছক্কার সংখ্যা ৫০৬ (টেস্ট-৯৮,ওডিআই- ৩০৫,টি-টোয়েন্টি -১০৩)।
আন্তর্জাতিক ক্রিকেটে ক্রিস গেইলই প্রথম ক্রিকেটার যিনি ৫০০ ছক্কার মাইলস্টোন স্পর্শ করলেন।
কোনও একটি দ্বিপাক্ষিক একদিনের সিরিজে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ডটি এতদিন ছিল রোহিত শর্মার। ২০১৩-১৪ মরশুমে অজিদের বিরুদ্ধে ২৩টি ছক্কা মেরেছিলেন হিটম্যান। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজে রোহিতকে টপকে গেলেন গেইল। চারটি একদিনের ম্যাচে তাঁর ছক্কার সংখ্যা এখন ২৫।