আফ্রিদিকে টপকে ছক্কার বিশ্বরেকর্ড গেইলের
২০১৯ ক্রিকেট বিশ্বকাপ খেলেই একদিনের ক্রিকেট থেকে অবসর নেবেন বলে কয়েকদিন আগেই জানান ক্রিস গেইল।
দীর্ঘদিন পরে জাতীয় দলে ফিরে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচেই শতরান করলেন ক্রিস গেইল। ১২৯ বলে ১৩৫ রান করেন 'ইউনিভার্স বস'।
বুধবার ব্রিজটাউনে ১৩৫ রানের ইনিংসে ১২টি ছক্কা মারেন ক্রিস গেইল।
শাহিদ আফ্রিদিকে টপকে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ছয় মারার বিশ্বরেকর্ড গড়লেন ক্রিস গেইল।
৫২৪টি আন্তর্জাতিক ম্যাচে ৪৭৬টি ছক্কা মারেন পাকিস্তানের শাহিদ আফ্রিদি। ৪৪৪টি আন্তর্জাতিক ম্যাচে ৪৮১টি ছক্কা হাঁকিয়েছেন গেইল।
একদিনের ক্রিকেটে ২৮০টি, টি-টোয়েন্টিতে ১০৩টি এবং টেস্টে ৯৮টি ছয় মেরেছেন 'ইউনিভার্স বস'।
বুধবার ছক্কার রেকর্ড গড়ল ওয়েস্ট ইন্ডিজও। ইংল্যান্ডের বিরুদ্ধে ৫০ ওভারে ৩৬০ রান তোলে ক্যারিবিয়ানরা। এদিন মোট ২৩টি ছক্কা মারে ওয়েস্ট ইন্ডিজ। একদিনের ক্রিকেটে যে কোনও দলের পক্ষে সর্বোচ্চ ছক্কা মারার নজির।